অগ্নিকান্ডে সর্বহারা এ্যা ম্যা নু মার্মার পাশে দাঁড়ালেন বান্দরবান সেনা রিজিয়ন

 

নয়ন চক্রবর্তী,পিবিএ, বান্দরবান : বান্দরবানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এ্যা ম্যা নু মার্মাকে বান্দরবান সেনা রিজিয়ন সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে। তাকে নগদ টাকাসহ বসতঘর পুনঃ নির্মাণের আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বান্দরবান সেনা রিজিয়নের পক্ষে মেজর ইফতেখার (জি-২ আই ৬৯ পদাতিক ব্রিগেড) এর নেতৃত্বে ত্রাণ সামগ্রী (নগদ ১০ হাজার টাকা,কাপড় ও ৮ম শ্রেণীর এক সেট বই) বিতরণ করেন। এছাড়া এ্যা ম্যা নু মার্মাকে আগামীকাল ৭ আগস্ট সেনাবাহিনীর সহযোগীতায় পুড়ে যাওয়া বসত ঘরটি পুনঃ নির্মাণ করার আশ্বাস প্রদান করেন।

সহায়তা প্রদান অনুষ্ঠানে জনাব মেজর ইফতেখার (জি-২ আই ৬৯ পদাতিক ব্রিগেড, নবনির্বাচিত বান্দরবান প্রেসক্লাব সাঃ সম্পাদক জনাব মিনারুল হক সহ এলাকার বিভিন্ন স্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ৫ আগস্ট সন্ধ্যা ৭ টার দিকে মোম বাতির আগুন থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে, তা পুরো বসতঘর ছড়িয়ে ঘর পড়ে ছাই হয়ে যায় বলে পিবিএকে জানান ক্ষতিগ্রস্ত এ্যা ম্যা নু মার্মা । এ অগ্নিকান্ডে স্বর্ণ-অলংকার, আসবাবপত্র ও পালিত ৫ টি শুকর সহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন।

পিবিএ/নয়ন/জেডআই

আরও পড়ুন...