অগ্নিসংযোগ মামলায় জামিন পেল সাংবাদিক রেজাউল করিম

পিবিএ,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: দৈনিক কালের কন্ঠ পত্রিকা ও বার্তাসংস্থা প্রেস বাংলা নিউজ এজেন্সি (পিবিএ)’র পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহ্ মো: রেজাউল করিম’র জামিন পেয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত পীরগঞ্জ রংপুর এর ম্যাজিস্ট্রেট মনতাজ আলীর এজলাসে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিজ্ঞ আদালত সাংবাদিক রেজাউল করিমের আইনজীবীর বক্তব্য শুনে জামিনের আদেশ প্রদান করেন।

মামলার অপর আসামী পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সমকাল পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি ও বার্তাসংস্থা বাসস’র রংপুর জেলা প্রতিনিধি মাজহারুল আলম মিলন ও ২ সাংবাদিকসহ ও ৮০ নামে বিএনপি অফিস ভাংচুর করে অগ্নিসংযোগের অভিযোগে পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাকির হোসেন বাদী হয়ে গত ২৮ আগস্ট পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৫/২৮৩। মামলায় ২ সাংবাদিকসহ ৮০ জনের নাম উল্লেখ করে আরো ৮০/৯০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন বিএনপি অফিস ভাংচুর করে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার ২৪ দিন পর ২ সাংবাদিককে জড়িয়ে সাজানো ও মিথ্যা হয়রানীমূলক মামলা হওয়ায় উপজেলাজুড়ে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে।

আরও পড়ুন...