পিবিএ,ঢাকা: ঢাকার ধামরাইয়ে অপহরণের তিন দিন পর পাঁচ বছরের শিশু মনির হোসেনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ২৯ জানুয়ারী সকালে ধামরাই কালিয়াকৈর আঞ্চালিক সড়কের পাশে একটি পুকুর পাড়ে মাটিচাপা দেওয়া হাত-পা মুখে কসটেপ দিয়ে পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশু মনির হোসেন উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ছোট আশুলিয়া গ্রামের সোনা মিয়া ওরফে কালা মিয়ার ছেলে।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ছোট আশুলিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে মুদির দোকানদার মাজেদুল ইসলাম (২৭) ও জয়পুরা গ্রামের আব্দুল হামিদের ছেলে মানসুর মিয়া (৩৫)।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইদ হোসেন সাংবাদিকদের জানান, গত ২৬ জানুয়ারি শনিবার সকাল ১০টার দিকে শিশু মনির হোসেন(৫) খেলতে যায়। এসময় মনিরকে ডেকে নিয়ে নেশাজাতীয় চকলেট খাইয়ে অচেতন করে অপহরনকারী রাব্বি, মাজেদুল ও মানসুর। পরে তার হাত-পা মুখে কসটেব পেঁচিয়ে একটি বস্তার ভিতর ঢুকিয়ে রাব্বিদের বাড়ির পাশে একটি পুকুরে ফেলে রাখে। সন্ধ্যায় মনির বাড়ি না ফেরায় তাকে সব জায়গায় খোঁজাখুজি করতে থাকে তার পরিবার। রাত আটার দিকে মনির হোসেনের বাবা সোনা মিয়ার মোবাইলে ফোন করে তার ছেলে মুক্তিপন হিসেবে দশ লক্ষ টাকা দাবি করে অপহরণকারীরা। মুক্তিপন না দিলে তার ছেলেকে মেরে ফেলবে বলে হুমকি দেয় তারা।
মঙ্গলবার সকালে জয়পুরা এলাকা থেকে অপহরণকারী মানসুরকে গ্রেফতার করার পর তার স্বীকারউক্তির প্রেক্ষিতে অপর অপহরনকারি মাজেদুলকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের সাথে নিয়ে শিশু মনিরের লাশ মাটিচাপা থেকে উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
পিবিএ/এমেএমএস/ইএইচকে