পিবিএ,জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রাজ্জাক অনিক এর উদ্যোগে “অসমাপ্ত আত্মজীবনী” কে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ আগস্ট) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এসময় সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে জানানো হয় যে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মাহফুজুর রাজ্জাক অনিক এর দাবিতে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে অসমাপ্ত আত্মজীবনী বইটিকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয় এবং নিজ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের অসমাপ্ত আত্মজীবনীকে পাঠ্যসূচির দাবিতে সম্মেলনটির আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব তার এই সম্মেলনের বিষয়টির সাথে একাত্মতা পোষণ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, একক ভাবে একটি কোর্স করা হয়তো সম্ভব নয় তবে এটা কিভাবে সংযুক্ত করা যায় সেটা নিয়ে আমরা ভাবছি। মাহফুজুর রাজ্জাক অনিক এ বিষয়ে আমাকে একটি স্মারকলিপি দিয়েছে। তবে ১লা আগস্টের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ্য করার দাবি জানিয়েছিল।
বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে অসমাপ্ত আত্মজীবনী পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির বিষয়টি মাহফুজুর রাজ্জাক অনিকৃ এর দাবিতে হয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে ঐ বিভাগের প্রফেসর আহমেদুল বারি জানান, বিষয়টি স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। এখানে কোন ব্যক্তি দাবির প্রেক্ষিতে বিষয়টিকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে মাহফুজুর রাজ্জাক অনিক বিষয়টির দাবি উত্থাপন করেন।
একাত্মতা প্রসঙ্গে রাকিবুল হাসান রাকিব বলেন, ছাত্রলীগের উদ্যোগে এই দাবিতে প্রশাসনের সাথে কথা হচ্ছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এর সাথে কাজ করবে। আর আমরা শাখা ছাত্রলীগ বা আমি এ বিষয়ে একাত্মতা জানাই নি। তবে ১ আগস্ট প্রথম প্রহরে আমি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ্য করার দাবি জানিয়েছিলাম।
এ বিষয়ে নজরুল ইসলাম বাবু সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পিবিএ/আশিক আরেফীন/এমএসএম