পিবিএ ডেস্ক : গতকাল সোমবার প্রকাশিত হয়েছে আইসিসি’র টেস্ট এবং ওয়ানডে র্যাংকিং। ওই র্যাংকিংয়ে দুই ফরমেটের ক্রিকেটেই শীষৃ স্থান দখলে রেখেছেন ভারত ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। এই সম্মান প্রাপ্তির একদিন পরেই তার মুকুটে যুক্ত হল নতুন পালক। মঙ্গলবার প্রকাশিত আইসিসি বর্ষসেরা টেস্ট এবং ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। প্রাক্তন ক্রিকেটার, মিডিয়া এবং সম্প্রচার সংস্থার প্রতিনিধিদের দেওয়া ভোটের বিচারে এই দল নির্বাচিত হয়। দুই দলের ক্ষেত্রেই সর্বসম্মতভাবে বিরাটের নাম অধিনায়ক হিসাবে সুপারিশ করা হয়।
এ বছর নিয়ে টানা ২ বছর ধরে স্যার গ্যারি সোবার্স অ্যাওয়ার্ড উঠতে যাচ্ছে বিরাটের হাতে। তাছাড়া একদিন এবং টেস্টে এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি রান করার সুবাদে আইসিসি টেস্ট এবং একদিনের ক্রিকেটার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন বিরাট।
টেস্ট দলে ভারত এবং নিউজিল্যান্ড টিম থেকে তিনজন করে খেলোয়াড় রয়েছে। একদিনের দলে ইংল্যান্ড ভারত থেকে রয়েছে ৪ জন করে খেলোয়াড়। বিরাট ছাড়াও ভারতীয় হিসাবে দুই দলেই জায়গা পেয়েছেন জশপ্রীত বুমরা। টেস্ট দলে জায়গা পেয়েছেন উইকেট কিপার ঋষভ পন্ত।
ওয়ানডে দলে ওপেনার হিসাবে দলে রয়েছেন রোহিত শর্মা এবং স্পিনার হিসাবে দলে জায়গা পেয়েছেন কুলদীপ যাদব। ইংল্যান্ড থেকে একদিনের দলে রয়েছেন জো রুট, জনি বেয়ারস্টো, জস বাটলার এবং বেন স্টোকস।
টেস্ট দল : টম ল্যাথাম, দিমুথ করুণারত্নে, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি, হেনরি নিকোসল, ঋষভ পন্ত, জেসন হোল্ডার, কাগিসো রাবাদা, ন্যাথান লিয়ন, জশপ্রীত বুমরা, মোহাম্মদ আব্বাস।
একদিনের দল : রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, বিরাট কোহলি, জো রুট, রস টেলর, জস বাটলার, বেন স্টোকস, মুস্তাফিজুর রহমান, রশিদ খান, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা।
পিবিএ/জিজি