পিবিএ,আখাউড়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার দুই হাজার অসহায় ও কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েয়েছে। মঙ্গলবার স্থানীয় শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে চেয়ারে বসিয়ে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এসব উপহার কর্মহীনদের কাছে পৌছে দেয়া হয়।
উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াদ-উদ দৌলা খাঁন। এসময় আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেরা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভ’ঁইয়া, থানা অফিসার ইনচার্জ রসুল আহমদ নিজামী, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার ভ’ঁইয়া, যুবলীগ নেতা মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখায়্যাত হোসেন নয়ন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মন্তাজ মিয়া প্রমুখ।
পিবিএ/কাজী সুহিন/বিএইচ