আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যবসায়ীকে জরিমানা

পিবিএ,ব্রাহ্মণবাড়িয়া: আখাউড়ায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করায় ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যবসায়ির জরিমানা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা। উপজেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানাগেছে।

আখাউড়া উপজেলা প্রশাসন জানায়, মঙ্গলবার দুপুর দেড়টায় আখাউড়া সড়ক বাজারে ভ্রাম্যমান্ আদালত পরিচালনা করা হয়। এসময় করোনা আইন অমান্য করায় ১৩ জন ব্যবসায়ীকে ৬ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানায়, করোনা পরিস্থিতিতে সবাইকে সরকারী নিষেধাজ্ঞা মেনে চলতে হবে অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পিবিএ/কাজী মফিকুল ইসলাম/এমআর

আরও পড়ুন...