
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, আগামী প্রজন্মের জন্য আমাদেরই পরিবেশ ও সুযোগ তৈরি করতে হবে। চট্টগ্রাম জেলা প্রশাসন ১৯৪ একর জমি মাদকের আখড়া থেকে ফুলের রাজ্যে রূপান্তর করেছেন। এজন্য তিনি প্রশংসার দাবিদার। অন্যান্য জেলা প্রশাসকদেরও এ ধরনের উৎসবের আয়োজন করার আহ্বান জানাচ্ছি।
বৃহস্পতিবার চট্টগ্রামের ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যটনকে গুরুত্ব দিয়েছেন। এই ফুল উৎসবের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর চিন্তা চেতনাকে সামনে নিয়ে যাওয়ার অবারিত সুযোগ রয়েছে।
তিনি আরো বলেন, অবৈধ দখল, মাদক অভয়ারণ্যকে ফুলের বাগিচা বানানো হয়েছে। পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুললে এটি অর্থনৈতিক বিকাশেও ভূমিকা রাখবে। এ উদ্যোগ যেন ক্ষণিকের না হয়, এ ধারাবাহিকতা যেন বজায় থাকে সেই আহ্বানে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো তোফায়েল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান প্রমুখ।