
আগাম শিম চাষে লাভবান হচ্ছে সাদুল্লাপুর উপজেলার শিম চাষিরা। মাচায় দুলে থাকা শিম তুলছেন এক কৃষাণী। এ সময় শিম বাজার জাত করায় চড়া দামেই বিক্রি করতে পারছেন বলে জানান কৃষকেরা। ছবিটি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গঙ্গানারায়ণ গ্রাম থেকে তোলা। বুধবার, ১৫ সেপ্টেম্বর। ছবি : পিবিএ/রিফাতুন্নবী রিফাত
