পিবিএ,তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে দূর্বৃত্তের আগুন ৪টি পানের বরজ পড়ে ভুস্মিভুত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাতে উপজেলার খেশরা ইউনিয়নের পশ্চিম খেশরা গ্রামে। এতে ক্ষতির পরিমান দাড়িয়েছে প্রায় ৮ লক্ষাধিক টাকার উর্দ্বেধে।

স্থানীয় বাসিন্দাদের সহযোগীতায় রাতভর চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনার আগে বরজগুলি পুড়ে ভস্মিভুত হয়ে যায়। এঘটনায় পান চাষীরা হতাশা গ্রস্থ এবং সর্বশান্ত হয়ে পড়েছে।ক্ষতিগ্রস্থ পান চাষীরা হলেন, পশ্চিম খেশরা গ্রামের মৃত ইছার উদ্দীন মোড়লের দুই ছেলে মোঃ রবিউল মোড়ল, মোঃ ইনতাজ মোড়ল, মৃত মাদার বিশ্বাসের ছেলে গোবিন্দ বিশ্বাস, শান্তিরাম বিশ্বাসের ছেলে বিকাশ বিশ্বাস।
পানচাষী রবিউল মোড়ল জানান, তার ৪ বিঘা জমিতে পান ছিলো আগুনে সব পুড়ে ভস্মিভুত হয়েছে । আমার ভাই ইনতাজ এর পানের বরজে ব্যাপক ক্ষতি হয়েছে। গভীর রাতের দিকে আগুন লাগার ঘটনা জানতে পারেন তিনি। পরে স্থানীয়দের সহযোগীতায় রাতভর চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনা হলেও পানের রবজ পুড়ে ভুস্মিভুত হয়ে যায়।এঘটনায় এলাকাবাসী ক্ষতিগ্রস্থ পানচাষীদের সরকারি ভাবে সাহায্য ও দূর্বৃত্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে পিবিএকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনার তদন্ত চলছে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থাগ্রহন করা হবে।
পিবিএ/আরটি/আরআই