পিবিএ,নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে আপন ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আব্দুল রহমান (৫৫) উপজেলার পতিসর গ্রামের বাসিন্দা। এবং তার ছোট ভাইয়ের নাম ফরিদ (৪০)।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল ১১ মে বিকেলে জমির ধান ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ছোট ভাই ফরিদ লাঠি দিয়ে তার বড় ভাই আব্দুল রহমানের মাথায় আঘাত করলে গুরুত্ব আহত হয় সে। এরপর পরিবারের লোকজন আব্দুল রহমানকে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, ঘটনার পর নিহতের ছোট ভাই ফরিদ কে আটক করে পুলিশ। ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পিবিএ/সুমন আলী/এএম