আত্রাইয়ে ট্রেন-বালুর ট্রাক সংঘর্ষ, ৩ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

পিবিএ,নওগাঁ: নওগাঁর আত্রাই রেলষ্টেশন সংলগ্ন অনুমোদনহীন রেল গেটে বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে বালুবাহী ট্রাকের সাথে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ ঘটে। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও ট্রেন ইঞ্জিন বিকল হয়ে পড়ায় উত্তরাঞ্চলের সাথে ঢাকা ও খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে রাত সাড়ে ৮টার দিকে ইশ্বরদী থেকে রিফিল একটি ইঞ্জিন এসে ওই ট্রেনটি নিয়ে যাওয়ার পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে এই ঘটনায় সান্তাহার জংশন ষ্টেশনের জুনিয়র ট্রাফিক ইন্সপ্টেকটর মোঃ হাবিবুর রহমানকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ঠ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ট্রাকটি পাশে ছিটকে পড়লেও ট্রেনের ইঞ্জীনের ব্যাপক ক্ষতি হয়েছে।
আত্রাই রেল ষ্টেশন মাষ্টার সাইফুল ইসলাম বলেন, সান্তাহার থেকে বিকেল ৫ টা ১০ মিনিটে ট্রেনটি ছেড়ে আসে। আত্রাই ষ্টেশনে ওই ট্রেনের স্টপেজ নেই, থ্রুপাস দেওয়া ছিল ট্রেনটি। এর আগে স্টেশনের সামনে অনুমোদনহীন রেল গেট দিয়ে বালু নিয়ে ট্রাকটি পারাপার হওযার সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। এতে ট্রেন ও ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে ট্রাকটি রাস্তার পাশে দুমড়ে মুচড়ে যায়। তবে ইঞ্জিনের হুসপাইপসহ ব্যাপক ক্ষতিগ্রস্থ হওযায় ট্রেনটি চলাচল বন্ধ হযে পড়ে। তিনি জানান রাত সাড়ে ৮টার দিকে ইশ্বরদী থেকে রিলিপ একটি ইঞ্জিন এসে ট্রেনটি নিয়ে গেলে আবার ট্রেন চলাচল স্বভাবিক হয়। এতে প্রাণহানী বা কেউ আহত হয়নি।
এদিকে তদন্ত কমিটির প্রধান জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর(জেটিআই) মোঃ হাবিবুর রহমান জানান, বর্তমানে কমিটির সদস্যরা ঘটনাস্থলে রয়েছে । এই দুঘটনার জন্য কারা দায়ী এবং কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণের চেষ্ঠা চলছে।

পিবিএ/বাবুল আখতার রানা/এমআর

আরও পড়ুন...