আমাদের জাতীয় ফুল শাপলা। প্রতি বছরই মুলত বর্ষাকালে খাল-বিলে,নদী-নালা ও পুকুরের পানিতে ফুটতে শুরু করে শাপলা ফুল। কিন্তু এবার শরৎকালেও ডোবায় জন্মেছে লাল শাপলা ফুল। সকাল বেলায় নিরিবিলি, প্রচুর গাছপালা, মেঠো পথ, রাস্তার পাশেই শাপলা, দূর থেকে যে কারও নজর কেরে নিবে এই পরিবেশ। স্বচ্ছ পানিতে ফুটে ওঠা হাজারো শাপলা ফুল যেকোনো ভ্রমণপিপাসু মানুষকে করে বিমোহিত। ছবিটি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কালিরবাজার এলাকা থেকে তোলা। শনিবার, ১৮ সেপ্টেম্বর। ছবি : পিবিএ/রিফাতুন্নবী রিফাত

আরও পড়ুন...