পিবিএ,কুড়িগ্রাম: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। এ সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আপনাদের ভোট চুরি করে যারা এমপি হয়েছে, বন্যার সময় তারা আপনাদের পাশে নেই। শনিবার বিকালে জেলা বিএনপি’র আয়োজনে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের বাগুয়া অনন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণকালে তিনি আরো বলেন, এ সরকার জুলুমবাজ সরকার।
দেশনেত্রি বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছে। দূর্বার আন্দোলন গড়ে তুলে দেশনেত্রিকে মুক্ত করে আনতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, রংপুর বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র সদস্য তাসভীর-উল ইসলাম, যুবদল কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি আব্দুল খালেক,কেন্দ্রিয় নেতা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি হায়দার আলী মিঞা প্রমূখ।
পিবিএ/রোকনুজ্জামান মানু/বিএইচ