আম্ফান মোকাবেলায় প্রস্তুত পটুয়াখালী আশ্রয়কেন্দ্র

পিবিএ,পটুয়াখালী: পটুয়াখালীতে ঘূর্ণিঝড় আম্ফান চলাকালে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী জেলার ৭০১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার জন্য পটুয়াখালী জেলায় প্রতিটি সাইক্লোন শেল্টারে দুই ভাগে ভাগ করে আশ্রয় কেন্দ্রে লোকজনকে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা সতর্কতা মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে।

ঝড়ের ক্ষতি মোকাবেলায় রেডক্রিসেন্ট সোসাইটির ২৫টি টিমসহ ফায়ার সার্ভিসের গাড়ি ও স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছেন। পরিস্থিতির গতিবিধি পর্যবেক্ষণে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলার কোথাও ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ থাকলে তা দ্রুত মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) বিশেষ নির্দেশ দেয়া হয়েছে। গভীর সাগরে মাছ ধরায় নিয়োজিত ট্রলারগুলোকে ১৯ তারিখ রাতের মধ্যে উপকূলে ফিরে আসতে বলার জন্য জেলা মৎস্য কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে দুর্যোগকালীন সময়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া জনসাধারণের সার্বিক নিরাপত্তা জোরালো করার ঘোষণা দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন। তিনি বলেন, আশ্রয় নেয়া বাসিন্দাদের ঘরবাড়ির নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত আছে।

জেলা প্রশাসক মতিউল ইসলাম বলেন, “ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে জেলার সাইক্লোন শেল্টারের পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠান জরুরী আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রেখেছি। এছাড়া ঝড় আঘাত হানার আগেই আগামী ৩ দিনের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছি”।

পিবিএ/সুনান বিন মাহাবুব/বিএইচ

আরও পড়ুন...