পিবিএ,ঢাকা: পাবনার চাটমোহর উপজেলার আটলংকা গ্রামের শিক্ষক দম্পতির জোড়া মাথার যমজ দুই বোনের উন্নত চিকিৎসার জন্য তাদের আগামীকাল শুক্রবার রাতে হাঙ্গেরিতে নিয়ে যাওয়া হচ্ছে। যমজ দুই বোনের মধ্যে রাবেয়া বড় রোকাইয়া ছোট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তায় তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
মাথা জোড়া যমজ দুই বোনের বাবা রফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সরকারি আর্থিক সহায়তায় তাদের হাঙ্গেরি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে চিকিৎসা নেয়ার পর ফিরে এসে দেশে আবার চিকিৎসা দেয়া হবে। শুক্রবার (৪ জানুয়ারি) রাতে হাঙ্গেরির উদ্দেশ্যে রওনা হবেন। এজন্য সাড়ে সাত বছরের বড়মেয়ে সহ তারা পরিবারের পাঁচজন পাবনা থেকে বুধবার ঢাকায় এসেছে।
তিনি জানান, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এর বরাত দিয়ে জানান আগামিকাল শুক্রবার বেলা ১১টায় প্রেস কনফারেন্সে বিস্তারিত জানানো হবে।
রফিকুল ইসলাম জানান, সিজার করার আগের দিন পর্যন্ত জানতে পারিনি যে, পেটের মধ্যে এমন যমজ শিশু আছে। এমনকি ডিজিটাল আলট্রাসনোগ্রাফী করা হলে তাতেও ধরা পড়েনি। আমরা চেয়েছিলাম সুস্থ সুন্দর ভাল একটা বাচ্চা।
কিন্তু এটা আশা করিনি এমন ধরনের বাচ্চা হবে। জন্মের কিছুদিন পর তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে তারা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিল। অপারেশনের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা বেশ ঝুঁকিপূর্ণ, তাই এদেশের চিকিৎসকরা
দফায় দফায় চেষ্টা করেও সিদ্ধান্ত নিতে পারেননি। এখন বিদেশে শিশু দু’টির মাথা অপারেশনের মাধ্যমে আলাদা করা যায় তাহলে খুব ভাল হয়। আমার শিশু দুটির জন্য জন্য দোয়া করবেন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই।
রফিকুলের স্ত্রী তাসলিমা খাতুন জানান, মাথা জোড়া হলেও তাদের বর্তমান সময় পর্যন্ত আচরণ স্বাভাবিক থাকলেও সমস্যা অনেক। খাওয়ানো, গোসল করা, কোলে রাখা, উঠাবসা সবকিছুতে অস্বস্তি কাজ করে। এখন বিদেশী সুচিকিৎসায় যদি তাদের জোড়া মাথা আলাদা করা যেতো তাহলে আমাদের জন্য সবচেয়ে খুশির খবর হবে।
১৬ সালের ১৬ জুন অপারেশনের মাধ্যমে জন্ম হয় মাথা জোড়া যমজ দুই বোন রাবেয়া-রোকাইয়া । বর্তমানে তাদের বয়স আড়াই বছর। এই দম্পতির সংসারে রয়েছে সাড়ে সাড়ে সাত বছরের আরো একটি কন্যা সন্তান।
স্বাভাবিক শিশুর মতো আচরণ যমজ দুই বোনের। তাদের দেখতে এসে অনেকেই ইরানের জোড়া মাথার যমজ লাদান- লালাহ দুই বোনের কথা স্মরণ করে।
পিবিএ/জেডআই