পিবিএ,লামা: মানুষের আবদার রাখতে এবারও আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বান্দরবানের আলীকদম উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আবুল কালাম। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নব বিন্দু নারায়ন চাকমার কাছ থেকে মো. আবুল কালামের পক্ষে স্থানীয় জনসাধারণ মনোনয়ন ফরম সংগ্রহ করে সোমবার মনোনয়নপত্র জমাও দেন। সুযোগ্য নেতৃত্বের কারণে সকল শ্রেণীর মানুষের মাঝে প্রিয় ও পরিচিত মুখ হয়ে ওঠেন আবুল কালাম। সামাজিক শান্তি শৃংখলা রক্ষায় বলিষ্ট ভূমিকার পাশাপাশি ব্যাপক উন্নয়ন করে জণগণের আস্থা অর্জন করেন এ প্রার্থী। এছাড়া উপজেলায় তার পারিবারিক ঐতিহ্য রয়েছে। বিধায় উপজেলার তিন পদে ৮ প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আবুল কালামকে হেভিওয়েট প্রার্থী হিসেবে মনে করছেন এখানকার মানুষ।
জানা যায়, আবুল কালাম আলীকদম উপজেলা সদর ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান মরহুম মো. আলীম উদ্দিনের ছেলে ও উপজেলা বিএনপির সভাপতি। ২০০৩সালে প্রথম ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান, এরপর টানা দুইবার ৩য় ও ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী নাছির উদ্দিন ও টানা দুই বার আলীকদম সদর ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিনকে পরাজিত করে উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন আবুল কালাম। এদিকে এ নির্বাচনেও তার প্রতিদ্বন্ধি প্রার্থী থাকছেন আলীকদম সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. জামাল উদ্দিন এমএ। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন- বর্তমান ভাইস চেয়ারম্যান কাইনথপ মুরুং, আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন, সাজিব কামাল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান শিরিনা বেগম, আওয়ামী লীগ নেত্রী এনুচা মার্মা ও ব্যারি মার্মা। প্রতীক বরাদ্দের পর পুরোদমে প্রচার প্রচারণায় নেমে পড়বেন প্রার্থীরা।
এলাকার সাধারণ মানুষ জানান, বিপদে আপদে যাকে সব সময় কাছে পাই, তিনি হলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আবুল কালাম। বিপদে পড়ে তার কাছে গেলে তিনি কখনা খালি হাতে ফিরিয়ে দেননা। তাই আসন্ন নির্বাচনও উপজেলার মানুষ আবুল কালামকে চেয়ারম্যান হিসেবে পেতে আগ্রহী। তারা আরো জানায়, এলাকায় ব্যাপক জনপ্রিয়তা থাকার কারণে আবুল কালাম টানা তিন বার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আলীকদম উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহম্মেদ বলেন, দলীয়ভাবে জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছেনা, কিন্তু জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে করতে চাইলে আমাদের কোন নিষেধাজ্ঞা নেই। প্রতিবারের মত এবারো উপজেলার হেভিওয়েট প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল কালাম।
প্রার্থী মো. আবুল কালাম বলেন, উপজেলাবাসী আমাকে ৩য় বারের মত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী দেখতে চান বলে স্থানীয় মুরুব্বিদের আবদার রাখতে নির্বাচনে অংশ গ্রহন করেছি। আমি রাজনৈতিক ও জনপ্রতিনিধির পরিবারে জন্ম গ্রহণ করেছি। তাই সাধারণ মানুষের সেবা করা আমার নেশা। মানুষের জন্য কাজ করতে পারলে আমার ভাল লাগে। বিগত দুইটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছিলাম উপজেলার মানুষ চেয়েছিল বলে। এবারও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য জনসাধারণ চাপ সৃষ্টি করেছেন। তিনি আরো বলেন, অন্য প্রার্থীদের মত আমার গাড়ী বাড়ী বা টাকা পয়সা নেই। কিন্তু একটি সুন্দর মন আছে, সাধারণ মানুষের সেবা করার জন্য। সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনাও করেন তিনি।
চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী হওয়ার সত্যতা নিশ্চিত করে আলীকদম উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার নব বিন্দু নারায়ন চাকমা বলেন, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের নির্বাচনে উপজেলায ২০ ফেব্রুয়ারী মনোনয়নপত্র বাছাইয় অনুষ্ঠিত হয়। আগামী ২৭ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ১৮ মার্চ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
পিবিএ/এনকেএ/এফএস