পিবিএ,ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগ ঘরোয়া আলোচনা সভাও বরদাস্ত করছে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, বর্তমান আওয়ামী অবৈধ শাসকগোষ্ঠী বিএনপিসহ বিরোধী দলগুলোর কোনো সভা সমাবেশ তো দূরের কথা, ঘরোয়া কোনো আলোচনা সভাকেও বরদাস্ত করছে না। অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে নেতাকর্মীদের ওপর চলমান জুলুম-নির্যাতনের অংশ হিসেবেই আজ পটুয়াখালীর দশমিনা উপজেলায় যুবদলের কর্মীসভায় হামলা চালিয়ে নেতাকর্মীদেরকে গ্রেফতার ও আহত করেছে পুলিশ।
তিনি বলেন, দেশে এখন পুলিশি শাসন চলছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যে, আইনশৃঙ্খলা বাহিনী দলীয় কর্মীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। জনগণ নয় বরং চিরকাল ক্ষমতায় থাকতে বিনা ভোটের সরকার এখন পুরোমাত্রায় পুলিশের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তবে ইতিহাস সাক্ষ্য দেয়, দেশের মানুষসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর জুলুমের স্টিমরোলার চালিয়ে পৃথিবীর কোনো স্বৈরশাসকই ক্ষমতা পাকাপোক্ত করতে পারেনি। বরং ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।
পিবিএ/এমআর