আড়াইহাজারে সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৪

পিবিএ,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সেপটিক ট্যাংক বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। রবিবার সকাল ১১টায় আড়াইহাজার বাজারের একটি চায়ের দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধরা হলেন- নরসিংদীর শিবপুরের জয়নাব আলীর ছেলে মনসুর, চায়ের দোকানদার আড়াইহাজারের মনপুরা এলাকার আব্দুস সাত্তারের ছেলে হরমুজ আলী, কান্দাপাড়া এলাকার রমিজউদ্দিনের ছেলে আলম এবং রমজানের ছেলে ইব্রাহীম।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আড়াইহাজার স্টেশনের ইনচার্জ মো. শাহজাহান জানান, গ্যাসের মধ্যে কেউ সিগারেট খেয়ে ফেলে দেন। তাছাড়া আগেই সেপটিক ট্যাংকে কিছু গ্যাস জমা ছিল। পরে সেই গ্যাসের সঙ্গে সিগারেটের আগুনে বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠায়। তাদের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে তা জানা যায়নি। তবে সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে। বিস্ফোরণের সময় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পিবিএ/এমআর

আরও পড়ুন...