আড়াই ঘন্টা বসিয়ে রেখে ফেরত পাঠালো আফরোজা আব্বাসকে

afroza

আসিফ সোহান, পিবিএ : বিএনপি মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের গতকাল শনিবার মালয়েশিয়া যাওয়ার কথা ছিলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস জানান, যথাসময়ে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে গেলেও আড়াই ঘন্টা বসিয়ে রেখে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে ধানের শীষ প্রতীকে অংশ নেন আফরোজা আব্বাস। জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন তার সম্পত্তি জব্দের নির্দেশ দেয়। আফরোজা আব্বাসের এই সম্পদের মধ্যে রয়েছে- ঢাকা ব্যাংক লিমিটেডের শেয়ার, ঢাকা টেলিফোন কোম্পানি লিমিটেডের শেয়ার।

এছাড়া, ঢাকা ব্যাংকের একটি অ্যাকাউন্টে থাকা টাকা, অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ এনে গত ৭ জানুয়ারি আফরোজা আব্বাসের বিরুদ্ধে মামলা করে দুদক। তবে আফরোজা আব্বাসের দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে আদালতের কোন রকম নিষেধাজ্ঞা নেই বলে জানান তার আইনজীবী। বর্তমানে আফরোজা আব্বাস জামিনে আছেন।

পিবিএ/এএস/জিজি

আরও পড়ুন...