পিবিএ ডেস্ক: মহেশপুরে ইজিবাইকের ধাক্কায় জুনায়েদ (৬) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সকালে ঘুগরী কাঁঠালতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার বাগানমাঠ গ্রামের কালু মিয়ার ছেলে জুনায়েদ তার দাদীর সাথে আত্মীয় বাড়ি বেড়াতে যাওয়ার সময় ঘুগরী কাঁঠালতলা মোড় এলাকায় ইজিবাইকের সাথে ধাক্কা খায়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ইজিবাইকটি আটক করা হয়েছে।
এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম জানান, এ বিষয়ে থানায় এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি।
পিবিএ/বিএইচ