ইঞ্জিন লাইনচ্যুত, পঞ্চগড়-লালমনিরহাটে ট্রেন চলাচল বন্ধ

 

পিবিএ,নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে আত্রাই স্টেশন এলাকায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ফলে ঢাকার সাথে পঞ্চগড়, লালমনিরহাট, রংপুর রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আত্রাই রেলওয়ে স্টেশন মাষ্টার সাইফুল ইসলাম জানান, বিকেলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আত্রাই অতিক্রম করছিলো। এসময় রেললাইনের পাশে বালু বোঝায় একটি ট্রলির সাথে ইঞ্জিনের ধাক্কা লাগে। এতে বগির সাথে সংযুক্ত ইঞ্জিনের হুজপাইপ খুলে গেলে ইঞ্জিন লাইনচ্যুত হয়।

পিবিএ/সুমন আলী/এমআর

আরও পড়ুন...