ঈশ্বরদী সরকারি হাসপাতালের সেবা কিছু অসাধু ডাক্তারের হাতে

পিবিএ,পাবনা: রাজধানী ঢাকা থেকে ২শ কিলোমিটার উত্তর-পশ্চিমের জেলা পাবনার ঈশ্বরদী উপজেলার মানুষের একমাত্র আশা-ভরসা ঈশ্বরদী সরকারি হাসপাতাল। কিন্তু এই হাসপাতালের চিকিৎসা সেবার মান ক্রমশত খারাপের দিকে অগ্রসর হচ্ছে। সুচিকিৎসার অভাবে প্রতিবছর অত্রাঞ্চলের অসংখ্য মানুষের জীবনহানি ঘটছে। নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, ঈশ্বরদী সরকারি হাসপাতলে দীর্ঘ দিন যাবৎ একই ডাক্তার থাকায় ঈশ্বরদী তে জেকে বসেছে। বদলির ভয় না থাকায় তৈরী করেছে কিøনিক বা হয়েছে পাটনার সিপে ডায়াগনষ্টিকের মালিক ।

যার ফলে ঈশ্বরদীর স্বাস্থ্য সেবা জিম্মি হয়ে আছে কিছু অসাধু ডাক্তারের কাছে। হাসপাতালে সেবা প্রাথী একজন বলেন কোনো পরিক্ষা-নিরিক্ষা করার প্রয়োজন হলে এই হাসপাতালে করার ব্যবস্থা থাকলেও না করে ডাক্তার’রা পাঠিয়ে দেয় তাদের নিজিস্ব কিøনিকে বা পাটনার সিপে পরিচালিত ডায়াগনষ্টিক সেন্টারে ।

বাধ্য হয়ে আমরা বেশি টাকার বিনিময়ে বাহিরে থেকে পরিক্ষা-নিরিক্ষা করাতে বাধ্য হচ্ছি। হাসপাতালে সেবা নিতে আসে ভর্তিকৃত একাধিক রোগীর স্বজন’রা অভিযোগ করে বলেন, নার্স (স্টাফ) কক্ষে দায়িত্বরত নার্সদের সাথে রোগীদের সেবার বিষয়ে কথা বলতে গেলে দেখা যায় বেশির ভাগ সময় মোবাইলে কথা বলা নিয়ে ব্যাস্থ থাকে নার্স’রা এবং এক থেকে দুইবার সেবার বিষয়ে কথা বলতে গেলে মারমূখী –খারাপ আচরণ করে থাকেন ।

ঈশ্বরদীতে বড় বড় শিল্প-কলকারখানা, ইপিজেড,ও রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প স্থপিত হওয়ায় ঘুরে দাড়িয়েছে ঈশ্বরদীর পেক্ষাপট। অধুনিকতার ছোয়ায় বদলে গেছে ঈশ্বরদী কিন্তু ছোয়া লাগেনি ঈশ্বরদীর স্বাস্থ্য সেবা খাতে । ঈশ্বরদী সদর হাসপাতালে সুচিকিৎসা দিতে ব্যার্থ হলে জীবন বাঁচানোর তাগিদে উন্নত চিকিৎসার জন্য স্বজন’রা নিয়ে যেতে বাধ্য হয় রাজশাহী বা পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে,এতে অধিকাংশ রোগীয় পথিমধ্যে মৃত্যু হয় । ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান নিম্ন মানের হওয়ায় হতাশ ঈশ্বরদীবাসি ।

আরও পড়ুন...