উপজেলা কৃষি সম্প্রসারণের সহযোগীতায় ১০ বছর ধরে মরিচের জাত বাছাই করে উন্নয়ন করেছেন রউজ উদ্দিন। এ জাতের নাম দিয়েছেন রসুলপুরীজাত। এ জাতের মরিচ দুই থেকে তিনটি গাছ লাগালে একটি পরিবারের মরিচের চাহিদা পূরণ করবে। ইতোমধ্যেই কামারখন্দ উপজেলাসহ অন্য উপজেলার মধ্যে ৫ হাজার কৃষকের মাঝে এ রসুলপুরীজাতের গাছ দিয়েছেন। সারা দেশে এ জাতের মরিচ গাছ পৌঁছে দেওয়ার জন্যও কাজ করে যাচ্ছেন রউজ উদ্দিন। ছবিটি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের রসুলপুর এলাকা থেকে তোলা। বুধবার, ৬ মে। ছবি : পিবিএ/আব্দুল্লাহ আল মারুফ

All-focus

আরও পড়ুন...