পিবিএ,উলিপুর (কুড়িগ্রাম):বুধবার দুপুরে কুড়িগ্রামের উলিপুরে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার গুনাইগাছ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাজির চক গ্রামের সুজন মিয়ার দেড় বছরের পুত্র ফুয়াদ হোসেন নিজ বাড়িতে বিছানা থেকে পড়ে বন্যার পানিতে ডুবে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
গুনাইগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ খোকা বন্যার পানিতে পরে শিশু মৃত্যুর ঘটনা নিশ্চিত করে পিবিএ’কে বলেন, পরিবারটি পানি বন্দি থাকায় ফুয়াদ ও তার বড় ভাইকে ঘরের বিছানার উপর রেখে মা ফুলমতি বেগম ও বাবা সুজন মিয়া রিলিফের জন্য পরিষদে আসেন। এ সময় বড় ভাইয়ের অগোচরে শিশু ফুয়াদ বিছানা থেকে পানিতে পড়ে মারা যান বলে শুনেছি।
ইকে/রোকনুজ্জামান মানু/ইকে