একসময় গ্রাম বাংলার জনপ্রিয় বাহন ছিল গরুর গাড়ি। বিশেষ করে উত্তরাঞ্চলের জনপদে কৃষি ফসল ও মানুষ বহনের একমাত্র বাহন ছিল দু-চাকার গরুর গাড়ি। যানবাহন ও নতুন নতুন প্রযক্তির দাপটে ঐতিহ্যবাহী এই গরুর গাড়ি বিলুপ্তির পথে এখন। তারপরও মাঝেমধ্যে প্রত্যন্ত এলাকায় দু-একটি গরুর গাড়ি দেখা মেলে। ছবিটি রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীর হাট এলাকা থেকে তোলা। শনিবার, ১৪ ডিসেম্বর। ছবি : পিবিএ/মেজবাহুল হিমেল

আরও পড়ুন...