পিবিএ,ঢাকা: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন পুলিশের এসআই কোহিনুর আক্তার। তার সর্বশেষ কর্মস্থল ছিল পুলিশের স্পেশাল ব্রাঞ্চে। বুধবার রাত ১ টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে তিনি মারা যান।
এসআই কোহিনুর আক্তারের গ্রামের বাড়ি টাংগাইলের ভুয়াপুরে। তার রয়েছে দেড় বছর বয়সের এক শিশু সন্তান।
সহকর্মী এসআই সালেহ ইমরান জানান, এসআই কোহিনুর আক্তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এমন অকাল মৃত্যু সত্যি মেনে নেয়া যায়না।
এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. নুরুল আমিনের স্ত্রী ফারজানা হোসেন।
গণমাধ্যমের খবর অনুযায়ি ৬২ জেলায় ডেঙ্গুতে আক্রন্ত হয়ে চলতি বছরে ৫০ জন রোগি মারা গেছেন। এদের ঢাকা মেডিকেলে চলতি মাসে ৮ জন ও বরিশালে ২ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো এক হাজার ৩৩৫ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭৪ জন। সব মিলিয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা ১৫ হাজার ৩৬৯ জনে গিয়ে ঠেকেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ পর্যন্ত আটজনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও এ সংখ্যা আরো অনেক বেশি বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।
পিবিএ/বাখ