পিবিএ, চাঁপাইনবাবগঞ্জ : রফতানিযোগ্য দক্ষ কর্মী খুঁজতে এবার মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ইউএনও আলমগীর হোসেন। মাঠপর্যায়ে খুঁজে খুঁজে কমপক্ষে এক হাজার কর্মী বের করা হবে, যাদের বিদেশের পাঠানোর উদ্যোগ নেয়া হবে।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নিরাপদ, নিয়মিত ও মানসম্মত অভিবাসন নিশ্চিতকরণ শীর্ষক প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাসরিন খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা এলিজা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম, নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোদা অন্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারেই রয়েছে প্রতি উপজেলা কমপক্ষে এক হাজার জনকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সেই লক্ষ্যে এবার মাঠে কাজ শুরু করেছে প্রশাসন। বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানগুলো থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের বাইরেও যারা স্বল্প শিক্ষিত অথচ দক্ষ তাদের খুঁজে বের করা হবে। তাদের তালিকা তৈরী করে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়া হবে।
তিনি আরো বলেন, আগে বিভিন্ন দালালদের মাধ্যমে অদক্ষ কর্মী বিদেশে গিয়ে হয়রানি ও প্রতারণার শিকার হয়েছেন। সেই হয়রানি বা প্রতারণা থেকে রেহাই দিয়ে বারংবার যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপজেলা প্রশাসন তালিকা প্রস্তুত করবে।
পিবিএ/ ফয়সাল মাহমুদ/জেডআই