জনপ্রতিনিধিদের জনসেবার নিয়ম বদলানোর প্রতিশ্রুতি এস এম ইয়াসীর

আল আমীন সুমন, পিবিএ, রংপুর: রংপুর-৩ আসনে উপ-নির্বাচনে বিজয়ী হলে জনপ্রতিনিধিদের জনসেবার নিয়ম বদলানোর প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির।
আজ (৫ আগস্ট) দুপুরে রংপুর টাউন হল মাঠে জাতীয় পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিশ্রতি দেন।
ইয়াসির বলেন, ‘রংপুরের জনপ্রতিনিধিদের জনসেবার যে সিস্টেমটা আছে, আমি তা বদলাতে চাই। যদি আপনারা আমাকে সমর্থন দেন নির্বাচিত করেন। জনপ্রতিনিধিদের নিয়ে যে ভ্রান্তধারণ তা বদলাতে চাই। আমি কোন গরীব মানুষ-বড় লোক মানুষের মধ্যে ভেদাভেদ রাখব না। সবার জন্য আমার দরজা উন্মুক্ত থাকবে।’
তিনি আরো বলেন, ‘ আমি তৃণমূল থেকে রাজনীতি করে আসছি। দলের চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ অনেকে আমাকে উপনির্বাচনে করতে বলেছে। তাই আমি প্রস্তুতি নিয়েছি। মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। আমি রংপুরের মানুষের পাশে থাকতে চাই। আমি রংপুরের সন্তান, রংপুরেই থাকব। দল যদি আমাকে মনোনয়ন দেয়। আপনাদের সমর্থনে যদি বিজয়ী হতে পারি, আমি জনপ্রতিনিধি হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করব।’
প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আসনে উপ-নির্বাচনে দলের যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলনটির আয়োজন করে রংপুর মহানগর জাতীয় পার্টির নেতা-কর্মীরা। সেখানে স্বাগত বক্তব্যে এস এম ইয়াসির এসব কথা বলেন।
পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এস এম ইয়াসিরকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য দলের নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানান মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন।
সংবাদ সম্মেলনে মহানগরীর ২৫টি ওয়ার্ডসহ সদর উপজেলা জাতীয় পার্টির নেতা-কর্মী ও এরশাদভক্তরা খন্ড খন্ড মিছিল নিয়ে পাবলিক লাইব্রেরী মাঠে আসেন। এতে সংবাদ সম্মেলন স্থলটি সমাবেশে রুপ নেয়। সংবাদ সম্মেলন শুরু পূর্বে বক্তব্য রাখেন,যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, রংপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, কাউন্সিলর হারুনুর রশিদ, নাসিমা আমিন, হাসনা বানু, সেকেন্দার আলী,কাজলী, জাহিদুল ইসলাম প্রমুখ।
পিবিএ/সুমন/জেডআই

আরও পড়ুন...