এলজিইডির অনুসন্ধিৎসার কারনে স্থানীয়দের দুর্ভোগ

পিবিএ,রাজশাহী: রাজশাহী চারঘাট উপজেলা এলজিইডি অনুসন্ধিৎসার কারনে জনপথ নিয়ে দুর্ভোগে আছে উপজেলার ২লক্ষ ৬৫ হাজার বাসিন্দা। সরকারী বরাদ্দ নিয়ে কোন অভিযোগ না থাকলেও স্থায়ীভাবে পাকারাস্তা বাস্তবায়নে রয়েছে অনেক দূর্নীতি। সংশ্লিষ্ট ঠিকাদার লাভবান হলেও কষ্ট আর দুর্ভোগে আছে সাধারন জনগন।

চারঘাট-বাঘা উপজেলার (এমপি) পররাষ্ট প্রতিমন্ত্রী শাহরীয়ার আলমের সাক্ষাত না পাওয়ার কারনে এলাকার জনগন অবাদে সব কথা প্রকাশ করতে পারছে না। জনগনের ভোটে নির্বাচিত এমপি জনগনের স্বার্থে কাজ না করলে কে পূরণ করবে তাদের প্রতিশ্রুতী ? সম্প্রতি কিছু পাকা সড়ক ব্যাতিত উপজেলা সিংগ্র ভাগ পাকা ইউনিয়ন সড়ক ও গ্রাম সড়কের বেহাল অবস্থা।

বর্তমান সরকারের সমকাল সময়ে উপজেলা নন্দনগাছি, জোতকার্তিক, তাতারপুর, মৌগাছি, বরবরিয়া, মংলি, পাটিয়াকান্দি, রাজশাহী ক্যাডেট কলেজ, ইউসুফপুরসহ বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম সড়কের বেহাল অবস্থা। এছাড়া চলমান বর্ষা মৌসুম যোগ হযেছে অতিরিক্ত দুর্ভোগে।

এই বর্ষার মৌসুমে স্থানীয় জনপথের দূর্ভোগ থেকে পরিত্রান কে করবে? টেন্ডারের মাধ্যমে উপজেলার বেশির ভাগ কাচা রাস্তা এখন পাকা হয়েছে। কিন্ত নিম্নমানের উপকরণ ব্যবহারের কারনে ওই রাস্তা গুলো বেশি দিন স্থায়ীত্ব হচ্ছে না বলে জানায়, স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, চালকসহ বিভিন্ন পেশাজীবি মানুষ।

রাজশাহী ক্যাডেট কলেজ অফিস জানায়, এই শিক্ষা প্রতিষ্ঠানটি একমাত্র যোগাযোগের ব্যবস্থা হচ্ছে মুক্তারপুরের পাকা সড়ক। কিন্ত এই সড়ক বেশিরভাগ সময় দখল থাকে বালু মহলের। অতিরিক্ত ওজনের মালবাহি ট্রাক চলাচলের কারনে এই রাস্ত এখন চলাচলের অযোগ্য। যার দরুন কলেজের দাপ্তরিক কাজ এবং বিভিন্ন অনুষ্ঠানে দুর্ভোগ এখন চলমান সঙ্গী।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে মতে উপজেলা সড়তের দৈঘ্য ৬৫.৭৬ কিঃমিঃ, পাকা সড়ক ৬৮.৭৬ কিঃমিঃ, ইউনিয়ন সড়কের দৈঘ্য ৪৫.৯৬ কিঃমিঃ এর মধ্যে পাকা কারা হয়েছে ৪৪.৪০ কিঃমিঃ, গ্রাম সড়কের (ক) দৈধ্য ৪০৬.৬৩ কিঃমিঃ। পাকা করা হয়েছে ১৪৯.৯৮ কিঃমিঃ এবং কাচা আছে ২৪৪.৮৮ কিঃমিঃ। গ্রাম সড়কের (খ) দৈধ্য ২৩০.৪২ কিঃমিঃ। পাকা করা হয়েছে ২৭.১১ কিঃমিঃ এবং পাকা করণে বাকি আছে ২০৩.৩১ কিঃমিঃ সড়ক।

ইউএনও নাজমুল হক এবং উপজেলা প্রকৌশলী মকবুল হোসেনের সাথে সাক্ষাতকালে জানাযায়, বর্তমান দায়িত্ব কালিন সময়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কিন্ত ইতোপূর্বে কাজের গুনগত মান নিয়ে তাদের নিকট কোন ধরনের অভিযোগ নেই। উপজেলার যে সকল পাকা সড়ক চলাচলের অযোগ্য হয়েছে তার সংস্কার করার প্রক্রিয়া চলছে বলে এলজিইডি জানায়।

পিবিএ,ওবায়দুল ইসরাল রবি/ইকে

আরও পড়ুন...