এলজিইডি’র তত্বাবধানে ৩২ লক্ষ টাকা ব্যয়ে পাঁচ বছর আগে সেতুটি নির্মিত হলে দুইপাশে সড়ক নির্মাণ অবকাঠামো না থাকায় আজ পর্যন্ত সেতুর ওপর কেউ উঠতে পারেনি। নিচে মরা খাল ধানী ফসলি মাঠ, বছরের কোন সময়ই পানির প্রবাহ থাকেনা। তাই গ্রামবাসীও জানেনা কি কারণে, কোন কাজে, কি উদ্দেশ্যে এখানে সেতুটি নির্মাণ করা হয়েছে। ছবিটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের দক্ষিণ কালীকচ্ছ গ্রামের ঘোষপাড়া থেকে তোলা। বৃহস্পতিবার, ১১ জুলাই। ছবি: পিবিএ