পিবিএ,ঢাকা: সড়কের ডিভাইডারে সামান্য পরিবর্তন এনেই নিশ্চিত করা যাচ্ছে যানবাহনের বিরামহীন চলাচল। পরীক্ষামূলক এই ইউটার্ন বেশ কার্যকর হয়েছে, যার প্রমাণ মিলছে রাজধানীর উত্তরায়। তিনটি ইউটার্ন পরীক্ষামূলকভাবে খুলে দেওয়ায় কমেছে যানজট। এতে বেশ খুশি যাত্রী সাধারণ ও চালকেরা। আগে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রসিংয়ে লেগে থাকতো যানজট, সে দৃশ্য এখন আর তেমন দেখা যায় না। চিরচেনা যানজটও নেই বললেই চলে। উত্তরায় ইউটার্ন সফলভাবে কাজ করায় যানজট নিরসনে আবদুল্লাহপুর থেকে সাত রাস্তা পর্যন্ত আরও আটটি স্থানে নির্মাণ করা হবে বিশেষ এই ইউটার্ন।
রাজধানীর সাতরাস্তা থেকে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত ১১টি পয়েন্টে ইউটার্ন নির্মাণ প্রকল্পের আওতায় এয়ারপোর্ট রোডের কাওলার এলাকায় ইউর্টান নির্মাণের কাজ সোমাবার( ২২ জুলাই) সকাল থেকে শুরু হয়েছে। সরজমিনে ঘটনা স্থলে গিয়ে দেখা যায় নির্মাণ শ্রমিক ও প্রকৌশলীরা ব্যস্ত ইউটার্ন নির্মাণে | আশা করা যাচ্ছে নির্মান কাজ সম্পূর্ণ হলে নিকুঞ্জ- খিলক্ষেত এলাকার বিরাজমান যানজট অনেকাংশে কমে যাবে ।
যানজট কমাতে তেজগাঁওয়ের সাতরাস্তা থেকে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত বিভিন্ন স্থানে মোট ১১টি ইউটার্ন সম্পূর্ণ সরকারী অর্থায়নে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রকল্পটি বাস্তবায়ন করবে। ২৫ কোটি টাকার এই প্রকল্পে ৫ কোটি টাকা আসবে ডিএনসিসির নিজস্ব তহবিল থেকে। বাকি ২০ কোটি টাকা আসবে সরকারী অনুদান থেকে । ১১টি পয়েন্টে ইউটার্ন নির্মাণ বাস্তবায়ন হলে রাজধানীর যানজট ২৫ শতাংশ কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
পিবিএ/বাখ