পিবিএ,ঢাকা: রাজধানীর মালিবাগ মোড়ে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণে ট্রাফিক পুলিশের এক নারী এএসআই ও এক রিকশা চালক আহত হয়েছে। এএসআই রাশেদা আক্তার বাবলি (২৮) ও রিকশা চালক লাল মিয়া (৫০)।
আজ রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। রাশেদার বাম পায়ে ও লাল মিয়ার মাথায় ককটেলের আহত লেগেছে।
ট্রাফিক পূর্ব বিভাগের (সবুজবাগ) এর সার্জেন্ট এনামুল হক পিবিএ’কে জানান, মালিবাগ মোড়ে ডিউটিরত অবস্থায় পুলিশের গাড়ির পাশে একটি ককটেল বিস্ফোরণ হয়। এতে পাশে থাকা এএসআই রাশেদা ও রিকশা চালক আহত হয়।
তিনি আরো জানান, রাশেদার বাম পায়ে ও রিকশা চালকের মাথায় আঘাত লেগেছে।
আহত রাশেদা পিবিএ’কে জানান, তিনি রাস্তায় ডিউটিরত ছিলেন। এসময় একটি ককটেল তার পাশেই বিস্ফারণ হয়। এতে তার পায়ে আঘাত লাগে। ও পুলিশের গাড়ির পিছনে কিছুটা অাগুন ধরে যায়।
আহত লাল মিয়া (৫৫) জানান, তার বাসা তেজকুনি পাড়া। রিকশা নিয়ে মালিবাগ মোড়ে বসে ছিলেন। এমন সময়ে বিস্ফোরণ হয়। এতে তার মাথায় অাঘাত লাগে। তবে কাউকে দেখেননি তিনি।
পিবিএ/জেআই