কক্সবাজারে আরও ৬১ জনের করোনা শনাক্ত

পিবিএ,কক্সবাজার: গত ২৪ ঘণ্টায় কক্সবাজার জেলায় নতুন করে ৬১ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৩৩ জনের স্যাম্পলের (নমুনা) মধ্যে নতুন করে ৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে কক্সবাজার জেলার ৬১ জন, বাকী ১ জন লোহাগড়ার বাসিন্দা। এছাড়া ল্যাবে পুরাতন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর ফলোআপ পরীক্ষায় ৩ জনের ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া গেছে। বাকী ১৭১ জনের ‘নেগেটিভ’ রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে গত ২ মাস ২ দিনে কক্সবাজারে করোনা শনাক্ত হয়েছে ৮৬২ জনের। মৃত্যু হয়েছে ১৯ জনের এবং ১৬৬ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া নিশ্চিত করেছেন এ তথ্য ।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া জানিয়েছেন- কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মঙ্গলবার (২ জুন) করোনায় ২৩৩ জনের নমুনার মধ্যে নতুন করে ‘পজিটিভ’ রিপোর্ট পাওয়া গেছে ৬২ জনের। তৎমধ্যে কক্সবাজারের ৬১ জন। বাকী একজন লোহাগড়ার। কক্সবাজারে ৬১ জনের শরীরে করোনা শনাক্ত হওয়া রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৩৬জন, উখিয়ায় ৫ জন, টেকনাফে ২ জন, রামুতে ১ জন, মহেশখালীতে ২ জন, চকরিয়ায় ৮ জন, পেকুয়ায় ৬ জন এবং কুতুবদিয়ায় একজন।

পিবিএ/তাহজীবুল আনাম /এমআর

আরও পড়ুন...