কক্সবাজারে নৌপথে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ


পিবিএ,কক্সবাজার: কক্সবাজার-মহেশখালী নৌপথে সবধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় জেলা প্রশাসন। জেটি ঘাটের দায়িত্বরত জেলা প্রশাসনের প্রতিনিধি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,করোনার কারণে আজ থেকে মহেশখালী-কক্সবাজার নৌপথে যাত্রী পারাপারে কোন ধরনের নৌযান চলবে না। তবে রোগীদের জন্য এবং প্রশাসনিক বিশেষ জরুরী কাজে ব্যবহারের জন্য মহেশখালী জেটিঘাটে ১০ টি স্পিড বোট ও কক্সবাজার ৬ নং জেটিঘাটে ১০ টি স্পিড বোট থাকবে।

বুধবার মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসিয়ালভাবে এই নৌযান বন্ধের ঘোষণা দিলেও তা প্রচার না হওয়ায় আজ সকাল থেকে অনেককে ঘাট থেকে ফিরে যেতে দেখা গেছে।

এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্তকর্তা মোঃ জামিরুল ইসলাম বলেন,জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক করোনায় নিরাপত্তার স্বার্থে নৌ চলাচল বন্ধ করা হয়েছে। তবে রোগী এবং সরকারি জরুরি কাজে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হবে ততদিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সাময়িক অসুবিধা হলেও করোনা ভাইরাস সচেতনতায় এ ঘোষণাটি মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।করোনা রোধে সকলে সচেতন হলে এ ভাইরাস সংক্রমণ কমে আসতে পারে।
পিবিএ/তাহজীবুল আনাম/এএম

আরও পড়ুন...