কক্সবাজারে বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের চকরিয়ার আজিজনগরে বিজিবির বাস ও পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর ১২ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নজরুল ইসলাম ও মোহাম্মদ হামিদ উল্লাহ। তারা চকরিয়া উত্তর হারবাংয়ের করম মুহরি পাড়ার বাসিন্দা। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক খোকন রুদ্র বলেন, সকালে একটি পিকআপটি মহাসড়কের আজিজনগর ১২ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বিজিবির বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। এ সময় আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পুলিশ হেফাজতে রয়েছে দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ।

আরও পড়ুন...