পিবিএ,কক্সবাজার: কক্সবাজারের লিংক রোড মক্কা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ মে) সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।

ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি ঘটেছে। উক্ত বিল্ডিং এর ৩য় তলায় কাপড়ের মার্কেট হওয়াই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।মহাসড়কের পাশে অগ্নিকান্ডের ঘটনা ঘটায় এতে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
কমপক্ষে ২০ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
পিবিএ/টিএ/আরআই