কক্সবাজার লিংক রোডে সড়কের ড্রেন বন্ধ, নাকাল জনজীবন

পিবিএ,কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলা অন্তর্গত লিংকরোডে রাস্তার দু’পাশের ড্রেন ময়লা- আবর্জনায় ভরাট হয়ে গেছে। প্রতিদিন হোটেলের ময়লা -আবর্জনা, ডাবের খোসা ও বিষাক্ত পলিথিন ফেলার কারনে ড্রেন বন্ধ হয়ে পড়েছে। নিত্যদিন এ সড়ক দিয়ে যাতায়াত করে লাখ লাখ মানুষ। টেকনাফ, সেন্টমার্টিন যাওয়ার এ ব্যস্ততম মহাসড়কটির সঠিক ড্রেনেজ ব্যবস্থাপনা না থাকায় দূর্ভোগে পড়েন পর্যটকসহ স্থানীয়রা।

লিংক রোডে সড়কের ড্রেন বন্ধ
ময়লার কারেন লিংক রোডে সড়কের ড্রেন বন্ধ

প্রতি বছর বর্ষা মৌসুমে দূর্ভোগে পড়তে হয় এ সড়কে যাতায়াতকারী লাখ লাখ মানুষের। সংস্কারের নেই কোন উদ্যোগ ফলে ভোগান্তিতে পড়েন স্কুল,কলেজগামী ছাত্র-ছাত্রীসহ কর্মমুখী হাজারো মানুষ। সপ্তাহে দুদিন লিংকরোড স্টেশনে হাট বসে। এসময় বাজারের যে সমস্ত ময়লা-আবর্জনা অবশিষ্ট থাকে তা সরাসরি ড্রেনে ফেলা হয়। যার ফলে ড্রেন ভরে যায়, বৃষ্টি হলে পানি রাস্তায় উঠে আসে। মানুষ চলাচল দূরের কথা গাড়ীও চলতে পারে না।

পথচারী মনির আহমেদ পিবিএ কে জানান, এ সড়ক দিয়ে যাতায়াত অনেক কষ্টের। এখন মুটামুটি ভালো, কিন্তু বৃষ্টি হলে আমাদের কষ্টের শেষ নেই। স্কুল ছাত্র জসিম উদ্দিন বলেন, আমি প্রতিদিন এ সড়ক দিয়ে স্কুলে যাই,অনেকবার এ নালায় পড়ে ড্রেজ নষ্ট হয়েছে তা বলার মতো না। বর্ষাকালে তো স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় ।

পিবিএ/টিএ/আরআই

আরও পড়ুন...