কচুয়ায় ২ পুলিশসহ ৭জনের করোনা শনাক্ত

পিবিএ,কচুয়া : কচুয়া উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডেন্টাল টেকনোলজিষ্ট মানিক মজুমদার সোহাগ করোনা পজেটিভ এ আক্রান্ত হয়েছে। ২৮ মে বৃহস্পতিবার মনিক মজুমদারের বাসস্থান পৌরসভার কড়ইয়া মজুমদার বাড়ি লক ডাউন করে দেওয়া হয়েছে। মনিক মজুমদার সোগ জানান তিনি ভাল এবং সুস্থ আছেন ।তার স্ত্রী কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারি মেডিকেল অফিসারকে হোম কেয়ারেন্টাইনে রাখা হযৈছে। বিষয়টি নিশ্চিত করেন কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সালাউদ্দিন মাহমুদ। এ নিয়ে কচুয়ায় কচুয়ায় মোট করোনা পচেটিভ রোগী শনাক্ত হল ৭জনের।

কচুয়া সদর দক্ষিন ইউনিয়নের সচিব বিজয় কৃঞ্চ শীল করোনায় আক্রান্ত হলে ২৪ মার্চ রবিবার তার গ্রামের বাড়ি মেঘদাইর লক ডাউন করে দেওয়া হয়। ২৩মে কচুয়া থানা পুলিশের এসআই গোলাম মোস্তফার করোনা পজেটিভ শনাক্ত হওয়ার সাথে সাথেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঘোষিত আইসোলেশন ইউনিট এসআই গোলাম মোস্তফাকে ভতি করা হয়েছে। এ নিয়ে কচুয়া করোনা পজেটিভে আক্রান্ত দুই পুলিশ সদস্যের অন্যজন চাঁদপুর পুলিশ লাইনে হোম কোয়ারেন্টাইনে রয়েছে। তাছাড়া সাচার রেনেসা ক্লিনিকে লক ডাউনে আছে সরকারি হাসপাতালের স্টাফ নার্স মর্জিনা বেগম,রেনেসা ক্লিনিকের আয়া তানিয়া বেগমের বাবার বাড়ি নন্দনপুরে ১৩ মে থেকে লকডাউনে রয়েছে, গোহট দক্ষিন ইউনিয়নের সাহারপাড় গ্রামের মৃত আ: রবের ছেলে ফয়েজ আহমেদের বাড়ি ৬ মে বুধবার লকডাউন করা হয়। সাম্প্রতিক সময়ে আবার পরীক্ষা করলে পুনরায় ফয়েজ আহমেদের করোনা পজেটিভ আসে।তাই ফয়েজ আহমেদ এখনও লকডাউনে আছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাগেছে কচুয়ায় এ পর্যন্ত ১শত২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে,তার মধ্যে পজেটিভ ৭ ,নেগেটিভ ৯২, অপেক্ষমান ৩২ । হোমকেয়ান্টোইনে রয়েছে ২শত৪জন।
পক্ষান্তরে ১১ মে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশিরের পিতা ছাইয়েদ আলী মিয়া মারা যায়।

সন্দেহজনক করোনার উপসর্গ নিয়ে ১৯ মে মারা যাওয়া পালগিরি গ্রামের স্বেচ্ছা সেবকলীগ নেতা মানিক সরকার ও ১৭ মে রবিবার কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের হাফেজ জাকারিয়া সুমনের করোনার নমুনা সংগহের পর ফলাফল পাওয়া গিয়েছে করোনা পজেটিভ।
পিবিএ/মিজানুর রহমান/এএম

আরও পড়ুন...