
কমলা জাতীয় ফলের মধ্যে চায়না কমলা অনেক বেশি জনপ্রিয়। এটি সুস্বাদু, সুগন্ধি এবং ভিটামিন ‘সি’ সমৃদ্ধ ফল। বর্তমানে এই কমলা চীন, ভুটান, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, আমেরিকায় অধিক পরিমাণে উৎপাদন হয়। চায়না কমলা ভেষজ গুন সমৃদ্ধ। এই কমলা সর্দিজ্বর ও বমি নিবারক। কমলার শুকনো ছাল অম্লরোগ ও শারিরীক দুর্বলতা নিরসন করে। বাংলাদেশেও এই কমলা উৎপাদন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। ছবিটি লক্ষ্মীপুর দালাল বাজার খোয়াসাগর দীঘি এলাকা থেকে তোলা। মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর। ছবি : পিবিএ/রেজাউল করিম পারভেজ
