করোনা নিয়ে জনসচেতনতামূলক গান লিখেছেন শেখ জালাল

মারুফ সরকার,বিনোদন প্রতিনিধি: সম্প্রতি প্রকাশিত হয়েছে করোনাভাইরাস থেকে বাঁচতে জনসচেতনতামূলক গান নিজে বাঁচুন। গানটি লিখেছেন শেখ জালাল । পরিচালনা করেছেন রানা আকন্দ। সুর করেছেন গুণী সুরকার এসএ শাওন। গানটি গেয়েছেন শাহরিয়ার রাফাত , কোনাল ,মীর মাসুম ,নওরীন ও অয়ন চাকলাদার।

এ বিষয়ে কথা হয় গানটির লেখক শেখ জালালের সাথে তিনি বলেন , বর্তমান সময়ে করোনা মানুষকে একবারে গ্রাস করে ফেলেছে। তাই আমাদের কিছু করা দরকার। সেই অনুভতি থেকে গানটি লেখা। তারপর কথা হয় গানটির পরিচালক রানা আকন্দ ভায়ের সাথে।

তিনি সহযোগিতা না করলে এত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারতাম না। তাই আমি তার প্রতি কৃতজ্ঞ। আর দর্শকদের প্রতি অনুরোধ করবো আপনারা ঘরে থাকেন সাবধানে থাকেন। আর আশা করি জনসচেতনতামূলক গানটা সবাই শেয়ার দিবেন। ধন্যবাদ।

কথা হয় পরিচালক রানা আকন্দের সাথে তিনি জানান , এ কাজটি করতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। এ গানের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে সচেতন করতে পারবো।

পিবিএ/বিএইচ

https://youtu.be/qTyzzMYEDlk

আরও পড়ুন...