পিবিএ,ফকিরহাট: বাগেরহাট জেলা কারাগারে কোভিড-১৯ সংক্রমণ রুখতে সাজাপ্রাপ্ত ১৯ জন কয়েদি মুক্তি দিচ্ছে সরকার। শুক্রবার বিকেলে ১৯ জনের মধ্যে পাঁচজন বন্দিকে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ। বাকীদের মুক্তির প্রকৃয়া অব্যহত আছে।
অবশ্য ক’দিন আগে আরও প্রথম ধাপে একজনকে মুক্তি দেয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে বাকি ১৩ জনকে আগামী দু’একদিনের মধ্যে মুক্তি দেওয়া হবে।
বর্তমানে ৭২৪ জন বন্দী রয়েছেন বাগেরহাট জেলখানায়। এর মধ্যে ৩৭ জন নারী। নতুন এ জেলা কারাগারে বন্দি ধারণক্ষমতা চারশ। ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দী এই কারাগারে রয়েছেন।
বাগেরহাট জেলা কারাগারের জেলার এস এম মহিউদ্দিন হায়দার জানান, কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় কারাগারের ভিড় কমাতে লঘুদণ্ডে দণ্ডিত (৬ মাস থেকে এক বছরের সাজা হওয়া) কয়েদিদের তালিকা চায় কারা মহাপরিদর্শক। আমরা এপ্রিলের প্রথম সপ্তাহে ৪৮ জন সাজাপ্রাপ্ত বন্দী কয়েদির তালিকা তৈরি করে কারা কর্তৃপক্ষের কাছে পাঠাই। এর মধ্যে সরকার ১৯জন বন্দীকে মুক্তি দিতে অনুমোদন দিয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী পাঁচজনকে মুক্তি দেয়া হয়েছে। তবে বাকিদের কিছু আইনি জটিলতা রয়েছে তা শেষ করেই দু’এক দিনের মধ্যে মুক্তি দেওয়া হবে।
পিবিএ/বিএইচ