ভোরের কাগজের ক্রাইম রিপোর্টার আসলামের মৃত্যু

পিবিএ,ঢাকা: শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) করোনা ইউনিটে দৈনিক ভোরের কাগজের ক্রাইম রিপোর্টার আসলাম রহমান মারা গেছেন।

বৃহস্পতিবার (৭ মে) রাতে তীব্র শ্বাসকষ্ট দেখা দেওয়ায় ঢামেকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেকে সঙ্গে থাকা আসলাম রহমানের সহকর্মী ইমরান জানান, তীব্র শ্বাসকষ্ট দেখা দেওয়ায় আসলামকে শান্তিবাগের বাসা থেকে জরুরি ভিত্তিতে ঢামেকের করোনা ইউনিটে নেওয়া হয়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইসিজি পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

দৈনিক ভোরের কাগজের ক্রাইম রিপোর্টার হিসেবে কর্মরত আসলাম রহমান বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র‍্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক।

পিবিএ/এমআর

আরও পড়ুন...