করোনা উপসর্গ নিয়ে নড়াইলে ১ জনের মৃত্যু

পিবিএ,নড়াইল: করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে নড়াইলের কালিয়া উপজেলার মহাজন গ্রামে নিজ বাড়িতে ফেরার দুদিন পর বিশ^জিৎ রায় চৌধুরী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দিনগত রাতে তিনি মারা যান।

পারিবারিকসূত্রে জানাগেছে, মহাজন গ্রামের নির্মল রায় চৌধুরীর ছেলে বিশ^জিৎ রায় চৌধুরী ঢাকায় একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকুরী করতেন। তিনি জ্বর-কাশিতে আক্রান্ত হয়ে দুদিন আগে বাড়িতে আসেন।

বিশ^জিতের ভাতিজা প্রবীর রায় চৌধুরী জানান, ঢাকা থেকে আসার পর করোনা উপসর্গ হওয়ায় বাড়ির আলাদা একটি ঘরে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। সেখানে থাকা অবস্থায় শনিবার দিনগত রাতে মারা যান। রোববার সকালে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের মাঝে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে তার চাচার করোন পরীক্ষা করা হয়নি।

কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা বলেন,‘ রোববার সকালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর খবরটি শোনার পর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মী ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। মৃত ব্যক্তির করোনা পরীক্ষার জন্য নমূনা সংগ্রহ করা হয়েছে। নিরাপত্তার মধ্যদিয়ে সৎকারের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া এলাকা জুড়ে কঠোরভাবে লকডাউন পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।’ ###
পিবিএ/শরিফুল ইসলাম/এএম

আরও পড়ুন...