করোনা উপেক্ষা করে ব্যবসা চলমান, প্রশাসন নীরব


ওবায়দুল ইসলাম রবি,রাজশাহী: রাজশাহী চারঘাট উপজেলায় সকল ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান সরকারী কোন নির্দেশনা মানছে না। ওই সময় উপজেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীরাও অনেক ক্লান্ত। তাদেঁর জোড়াল কোন ভুমিকায় দেখা যাচ্ছে না। চারঘাটে করোন আক্রান্ত বৃদ্ধি কারনে সচতেন মহলে ক্ষোভ প্রকাশ।

চারঘাট উপজেলার ছোট বড় মোট ১৬ টি বাজার রয়েছে। যার অধিকাংশ বাজার যার যার নিয়মে চলছে। বর্তমান করোনা তাঁদের কাছে আতঙ্কের কোন বস্তু বা বিষয় নই। সম্প্রতী এই উপজেলায় ১১জন করোনা ভাইরাসে আক্রান্ত এবং গতকাল বৃহস্পতিবার একজনের মৃর্ত্যুও হয়েছে। উপজেলার ২ লক্ষ ৫০ হাজার মানুষের কল্যাণে সরকারী নির্দেশনা বাস্তবায়ন করতে জোড় দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

আজ শুক্রবার চারঘাটের বড় দুইটির বাজারের মধ্যে একটি চারঘাট সদর এবং সারদা বাজার করোনা সময় কালিন আইন বাস্তবায়ন নেই। এই এলাকার স্থানীয় দোকানীরা সামাজিক দূরত্ব এবং হ্যান্ড স্যানেটাইজের কোন ব্যবহার না করেই তারা তাদের ব্যবসা চলমান রেখেছে। সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের কথা থাকলেও তারা মানছে কোন সরকারী কোন নিয়ম নীতি। চারঘাট উপজেলা প্রশাসন এবং থানা পুলিশের নেই তেমন কোন ভুমিকা। সেই সুযোগে তাদের এই লঙ্কাকান্ড অব্যহত আছে।

উপজেলার সকল ব্যবসা প্রতিষ্ঠানকে সামাজিক দূরত্ব এবং হ্যান্ড স্যানেটাইজসহ তাদের কার্যক্রম করার নির্দেশনা দেয়া আছে। সকাল থেকে নিয়ে বিকেল ৪টার মধ্যে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। বাজার কমিটির সভাপতি এবং সম্পাদককে সকল বিষয়ে অবগত করা হয়েছে। এই বিষয় গুলো তারা অমান্য করলে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী শক্ত আইন বাস্তবায়ন করবে বলে জানান, ইউএনও সৈয়দা সামিরা।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...