
করোনা পরিস্থিতি ও সরকারী সিদ্ধান্তে মিলের কার্যক্রম বন্ধ থাকার কারণে পাবনা সুগার মিলস্ এর কিছু ভবনের দেয়াল জুড়ে ছেয়ে গেছে লতাপাতায়। বর্তমানে লতা-পাতা আর গাছ-গাছালিতে ঢেকে গেছে ভবনটি। অযত্নের কারণে মিলের বাহিরে সৃষ্টি হয়েছে ঝোপঝাড়। মিলের যেকোন অংশ হঠাৎ দেখলে মনে হয় যেন প্রাচীণকালের পরিত্যক্ত ভবণ। অথচ খোজ নিয়ে দেখা যায় প্রশাসনিক ভবনে এমডির কার্যক্রম অব্যাহত রয়েছে, নেই ভবনের পরিচর্যা। রোববার, ১৯ সেপ্টেম্বর। ছবি : পিবিএ/তুহিন হোসেন
