পিবিএ,দিনাজপুরঃ করোনা ভাইরাস প্রতিরোধে আজ বৃহস্পতিবার সকাল থেকে দিনাজপুরে জন সমাগম এড়াতে মাঠে তৎপরতা চালাচ্ছেন আইন প্রয়োগকারি সংস্থার লোকেরা। লোকডাউন করা না হলেও যাত্রী পরিবহন যানবাহনসহ জন চলাচল নিরুৎসাহিত করতে রাস্তায় রাস্তায় অভিযান চালাচ্ছেন তারা।
খাদ্য সামগ্রীসহ অনুমোদিত ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। চলাচল বন্ধ রয়েছে পণ্যবাহি ছাড়া সব ধরনের গন পরিবহন।
এদিকে দিনাজপুরে ক্রমে বাড়ছে হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসিদের সংখ্যা। গেল ২৪ ঘন্টার মধ্যে আরো ৩৪ জনসহ ৩৮৩জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
পিবিএ/সালাহ উদ্দিন আহমেদ/এএম