ফজলে রাব্বি, কালিয়াকৈর(গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈরে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট এ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ করুণার ঝুকিতেও ফার্মেসী খোলা রেখে রোগীদের সেবা প্রদান করায়, সকলের পাশে থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কালিয়াকৈর কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট এ্যাসোসিয়েশন কমিটি।
দেশের এই ক্রান্তিলগ্নে কালিয়াকৈর উপজেলার সকল ফার্মেসী ও কর্মচারীবৃন্দ নিজের জীবনের ঝুকি নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ফার্মেসী খোলা রেখে নিরলস পরিশ্রমে অন্যের জীবন বাচাতে ও নিজের জীবন সাজাতে ভূমিকা রেখেছেন ফার্মেসী কতৃপক্ষগণ।
করুণার এইসময় দুরত্ব বজায় রেখে সকলের জীবন বাচাতে ফার্মেসী খোলা রেখে পাশে থাকায় সকল ফার্মেসী কতৃপক্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কালিয়াকৈর কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট এ্যাসোসিয়েশন কমিটি।
সাধারন সম্পাদক আব্দুল জলিল জানান, ব্যবসায়ীরা স্বাভাবিক সময়ের চেয়েও বেশী সময় ফার্মেসী খোলা রেখে মানবিকতার পরিচয় দিয়েছে। কালিয়াকৈর উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট এ্যাসোসিয়েশন দেশের যে কোন ক্রান্তিলগ্নে এমন সচেষ্ট ভূমিকা পালন করে যেতে চায়।
সাংগঠনিক সম্পাদক মহসিন উজ্জামান দুর্জয় জানান, ঔষধ মানুষের জীবনের মৌলিক চাহিদার অংশ বিশেষ।এই করোনা মহামারিকালে আমরা যদি নিজেদের সুরক্ষার জন্য ফার্মেনী বন্ধ রেখে ঘরে থাকি তাহলে জীবন রক্ষাকারী ঔষধের অভাবে বহু জীবন ঝড়ে যেতে পারে।তাই কালিয়াকৈর উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট এ্যাসোসিয়েসনস দেশ ও জাতির কল্যানে সেবা দিতে সদা, সর্বদা প্রস্তত।
পিবিএ/এমএসএম