পিবিএ ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ১৪ জন। এ নিয়ে ইরানে এই ভাইরাসে চারজনের মৃত্যু হলো।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কোম, তেহরান ও গিলান প্রদেশে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। প্রথম দুই ব্যক্তি কোমে মারা গেছেন। এ কারণে ধারণা করা হচ্ছে ওই শহর থেকেই ভাইরাস ছড়িয়ে পড়ছে।
একটি সূত্র জানিয়েছে, কোমে চীনা শ্রমিক রয়েছেন, হয়তো তাদের মাধ্যমেই ভাইরাসটি প্রদেশের কোনো কোনো বাসিন্দার দেহে প্রবেশ করেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রাণঘাতী এই ভাইরাসে চীনে নতুন করে আরও ১০৯ জনের মৃত্যু হয়েছে।
এতে করে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৩শ’ ৪৫ জনে দাঁড়ালো। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে। সূত্র: পার্সটুডে
পিবিএ/এএম