স্বজন ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রান্ত উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রনে এবং জনকল্যাণে ৯ দফা তাবিতে শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানববন্ধনের কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা সমন্বয়ক কমরেড রেবতী বর্মন, খেতমজুর ইউনিয়নের গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড রফিকুল ইসলাম, আব্দুল্যাহ সরকার, মৃণাল বর্মন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা সরকারকে অবিলম্বে ৯ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। দাবিগুলো হচ্ছে খাদ্য নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীকে প্রদান, ওয়ার্ড ভিত্তিক ত্রানের তালিকা অনলাইনে প্রকাশ ও ত্রাণ চোরদের বিচার, শপিংমল খোলাসহ সকল সিদ্ধান্ত বাতিল, করোনাসহ সকল রোগের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা, করোনাকালিন সময়ে এপ্রিল এবং মে মাসের স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের বেতন ও ছাত্রছাত্রীদের মেস ভাড়া মওকুফ, সাংবাদিকদের ঝুঁকি ভাতা এবং সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করা, কৃষকদের নিকট থেকে চাল নয় সরাসরি ৪০ লক্ষ মেট্রিক টন ধান ক্রয় এবং করোনা স্বাস্থ্যবিধি মেনে সকল কার্যক্রম যথাযথ ভাবে পরিচালনা।
পিবিএ/স্বজন ইসলাম/বিএইচ